গাইবান্ধা থেকে জোবায়ের আলী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মো. মাজেদুর রহমানের মনোনয়ন অবৈধ ঘোষণার দুই দিন পর আবার তা গত রোববার বৈধ ঘোষণা করা হয়েছে।

জানা যায়, গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে গত শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা-১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

যাচাই-বাছাই শেষে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকায় গাইবান্ধা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমানসহ ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গাইবান্ধা-১ আসনের জামায়াতের প্রার্থী মাজেদুর রহমান শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকার কারণে মনোনয়ন বাতিল করা হলেও দেশের বিভিন্ন জেলায় শিক্ষকতা পেশায় নিযুক্ত থাকা অন্য কয়েকজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। এ নিয়ে আলোচনা ও আইনগত দিক বিবেচনায় এনে পুনরায় যাচাই-বাছাই করা হয়।