নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইকে সাড়া দিয়ে বগুড়ার রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। মার্চ ফর প্যালেষ্টাইন নামের এই কর্মসূচীতে যুক্ত হয়েছে হাজার হাজার শিক্ষার্থী। তারা ইসরায়েলের বিরুদ্ধে স্লোগানে প্রকম্পিত করছে শহরের জিরোপয়েন্ট সাতমাথা।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বিশ্বব্যাপী গ্লোবাল স্ট্রাইক ঘোষণার পর থেকে বাংলাদেশের তরুণরা বিক্ষোভে ফেটে পড়ে। তারই অংশ হিসেবে উত্তরজনপদের প্রবেশদ্বার বগুড়ায় মার্চ ফর প্যাল্টোইন নামে বিক্ষোভের ডাক দেয়া হয়।

অনলাইনের ঘোষণায় সাড়া দিয়ে মঙ্গলবার ( ৭ এপ্রিল) সকাল ১১টা থেকে শহরের জিরোপয়েন্ট সাতমাথায় সমবেত হতে থাকে তরুণরা। বেলা বাড়া সাথে সাথে ছাত্র-ছাত্রীদের পদভারে মুখরিত হয়ে ওঠে ঐতিহাসিক সাতমাথা।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম গায়ে হাজার হাজার ছাত্র-ছাত্রী সাতমাথায় জমায়েত হয়ে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। ইসরাঈলবিরোধী স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে বগুড়ার প্রাণকেন্দ্র।

প্রায় এক ঘন্টা সাতমাথায় অবস্থান শেষে শহরে বিশাল বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

এদিকে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা। হাজার হাজার ছাত্র-ছাত্রী ইসরায়েলবিরোধী এই বিক্ষোভে অংশগ্রহন করে। বিকেলে একই দাবীতে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন বিক্ষোভের ঘোষণা দিয়েছে।