ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের ভালুকায় বিএনপি মনোনীত ধানের শীষের ও বিএনপির বিদ্রোহী সতন্ত্র হরিণ প্রতীকের কর্মী সর্মথকের মাঝে সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান উপজেলা জামায়াতের আমীর।

গত ২৫ শে জানুয়ারী রবিবার সন্ধ্যায় ভালুকায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। আহতদের ভালুকা উপজেলা সাস্থ্য কমপ্লেক্স, মাহির হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সন্ধ্যায় সতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম গ্রুপের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসহ উপজেলা বিএনপির কার্য্যালয়ে হামলা ও ধানের শীষের কর্মী সর্মথকদের মারপিট করে। এবং ধানের শীষের প্রার্থীর বাসভবনসহ আশ পাশের ধানের শীষের নির্বাচনী অফিসে ব্যাপক ভাংচুর ও নেতাকর্মীদের মারপিট করে আহত করে। পরে ধানের শীষের কর্মী সমর্থকেরা দলবদ্ধ হয়ে পাল্টা হামলা করে হরিণ প্রতীকের নির্বাচনী অফিসে ভাংচুর করে। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক নেতা কর্মী আহত হয়। সোমবার দুপুরে উপজেলা জামায়াতের আমীর ছাইফ উল্লাহ ফজলু এর নেতৃত্বে আহতদের দেখতে বিভিন্ন হাসপাতালে ছুটে যান উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। হাসপাতালে আহতদের খোঁজখবর নেন ও স্বজনদের সাথে কোশল বিনিময় করেন উপজেলা জামায়াতের আমীর।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি শহীদুর রহমান শাহীন, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক তৈয়ব হোসাইন, পৌর শাখার সেক্রেটারি মাওলানা ইব্রাহীম খলীল, পৌর শাখার টিম সদস্য হাজী হাসানুল ইমাম মিতুল, কামরুল আলম, হিশাম, আরিফুল ইসলাম, মোফাজ্জল হোসেন প্রমুখ।