গাজীপুর মহানগরের শিমুলতলীতে "শিমুলতলী ব্যবসায়ী কল্যাণ পরিষদ" নামে নতুন একটি ব্যবসায়ী সংগঠনের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে স্থানীয় মেঘডুবি রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ কমিটি গঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওয়াহিদুজ্জামান হাসানকে সভাপতি এবং মোঃ রুহুল আমিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া সহ-সভাপতি পদে মিজানুর রহমান মিলন ও আব্দুল কাইউম সবুজ, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ তৌফিকুর রহমান ও শামসুল ইসলাম সেন্টু, এবং কোষাধ্যক্ষ হিসেবে আনুসুর রহমান খোকন নির্বাচিত হন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে মনোনীত হয়েছেন সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান রাসেল, দপ্তর সম্পাদক কামরুল হাসান, আইন বিষয়ক সম্পাদক আবু তাহের ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। নতুন কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন আরও ৯ জন ব্যবসায়ী। এই কমিটি আগামী এক বছর সংগঠনের নেতৃত্ব দেবে।

এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সংগঠনের নাম, লক্ষ্য ও উদ্দেশ্য এবং প্রণীত গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগরীর ২৪ নং ওয়ার্ড সেক্রেটারি ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মোশারফ হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এই সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি সদস্যের দায়িত্ব শুধু ব্যবসায়িক কল্যাণে সীমাবদ্ধ নয়, বরং সমাজ, দেশ ও জাতির কল্যাণে অবদান রাখারও সুযোগ রয়েছে। সকলকে ইমানি দায়িত্ব নিয়ে ন্যায়নিষ্ঠ ও জনকল্যাণমুখী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সবাইকে সংগঠনের উন্নয়নে পাশে থাকার আহ্বান জানান।