সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ অবৈধ পদোন্নতির বিরুদ্ধে এবং ছয় দফা দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে। গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় ইনস্টিটিউট ক্যাম্পাসে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে নেতৃত্ব দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি তানভীর আলম মুগ্ধ, রাউফুল হাসান লাবীব, রাজিতা ভূঁইয়া এবং উপস্থিত ছিলেন মো. হাবীব শেখ, মো. রবিন সরকার, মো. আশিক, মো. সাইমনসহ সাধারণ শিক্ষার্থীরা ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যরা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ১৮ মার্চ ২০২৫ তারিখে হাইকোর্টের নির্দেশে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ কোটা প্রয়োগ করে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতির আদেশ দেওয়া হয়। এতে ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার ক্ষুণœ হয়েছে এবং কারিগরি শিক্ষার মান নিয়েও প্রশ্ন উঠেছে।