বরিশাল অফিস : জুলাই-আগষ্ট গণঅভ্যুথানের মূল উদ্দেশ্য ও গণ প্রত্যাশা পূরন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে বিকাল সাড়ে ৫ টায় এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমীর প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, পেশাজীবি থানার সভাপতি সুলতানুল আরেফিন, আইনজীবী বিভাগের সভাপতি এ্যাডভোকেট আবুল খায়ের শহিদ, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসাইন হাওলাদারসহ বিভিন্ন বিভাগের সভাপতি ও সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীন উন্নয়ন বিভাগের প্রধান প্রফেসর ড. মামুনুর রশিদ।
এছাড়া বিশেষ বক্তা হিসেবে আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বায়ো সাইন্স অনুষদের ডীন ড. হাফিজ আশ্রাফুল হক। অনুষ্ঠানে ইসলামিক সংগীত পরিবেশন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী আব্দুল হাই।