হাইকোর্টে রিটের কারণে মাঠ পর্যায়ের ২১ কর্মকর্তাকে বদলির আদেশ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখা।

শনিবারের আলাদা আলাদা প্রজ্ঞাপনে বলা হয়, ২১ নির্বাচন কর্মকর্তা ও দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে হাইকোর্টে রিটের কারণে ২১ জন নির্বাচন কর্মকর্তার প্রজ্ঞাপনটি স্থগিত করে গত সোমবার প্রজ্ঞাপন জারি করেছে ইসি।

সোমবারের প্রজ্ঞাপনে ইসি জানায়, আপিল বিভাগের সিপিএলএ নম্বর ৩৮১১/২৫ এর গত ৬ অক্টোবরের আদেশে মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ৮৮৩৪/২০২৩ এর রায়ের বিষয়ে স্ট্যাটাস ক্যু (Status quo) বজায় রাখার আদেশ প্রদান করায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের গত ৮ নভেম্বরের বদলি/পদায়নের প্রজ্ঞাপনটি স্থগিত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় ইসি। এজন্য মাঠ দপ্তরগুলোতে বদলি শুরু করেছে সংস্থাটি। এর আগেও শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।