আশুলিয়া সংবাদদাতা : ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যা মামলার আসামিসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া অটোরিকশাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। সম্প্রতি আশুলিয়া থানা থেকে আসামিদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গত ২৪ ঘন্টায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কয়েকটি ঘটনায় তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান।
গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার আশুলিয়ার কলতাসূতি ঢালীবাড়ী এলাকার জয়নাল আবেদীনের ছেলে ও সাভার উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য মো. সেলিম কবির (৫০)। তিনি ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারনামীয় আসামি। এছাড়া আওয়ামী লীগের সক্রীয় কর্মী ও আশুলিয়ার কুমকুমারী এলাকার মৃত হাজী বিল্লাল মৃধার ছেলে হাজী মোশাররফ মৃধা (৪৮), আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কুরগাঁও সোসাইটি এলাকার মৃত আহম্মেদ সাইদ মিয়ার ছেলে মো. মিলন মিয়া (৪০)। চোরাই অটোরিকশাসহ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার পলাশপুর ক্ষেতাচোড়া খালেরপাড় এলাকার মৃত রুহুল খানের ছেলে মো. আল আমিন (৪৩), লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার ডাউয়াবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব ডাউয়াবাড়ী গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. নাহিদ হোসেন (২৭)। এছাড়া ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৫ লিটার দেশীয় মদসহ কুমিল্লা জেলার বুড়িচং থানার পাহাড়পুর মাষ্টারবাড়ী এলাকার মো. বাদশা ফকিরের ছেলে মো. রহিম (৫০), রহিমের স্ত্রী মোসা. নাসিমা বেগম (৪৫), মো. লোকমানের ছেলে মো. সেলিম (৪৫), নাসির আহম্মেদের ছেলে মো. আহাদ আহম্মেদ জিসান (২৩)।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, আশুলিয়ার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিসহ ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।