মঞ্চ ৭১ এর অনুষ্ঠানে ‘মব’ হামলার শিকার হওয়ার পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের জামিন আবেদন আবার নামঞ্জুর হয়েছে। এ মামলায় মো. আব্দুল্লাহীল কাইয়ুমের জামিন আবেদনও নাকচ করে দিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম মো. সেফাতুল্লাহর আদালতে তারা জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালত আবেদন নাকচ করে দেন। প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী এ তথ্য দিয়েছেন।
অধ্যাপক কার্জন ও আব্দুল্লাহীল কাইউমের পক্ষে শুনানি করেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী ও খন্দকার নুর কুতুবুল আলম। তার আগে ৩১ আগস্ট অধ্যাপক কার্জনের জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহবুব। গত ২৮ আগস্ট বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি প্রোগ্রাম থেকে লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্না, অধ্যাপক কার্জন ও আব্দুল্লাহীল কাইউমসহ ১৬ জনকে আটক করা হয়। পরদিন শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। অপর আসামিরা হলেন- গোলাম মোস্তফা, জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খান, আমির হোসেন সুমন, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, আব্দুল্লাহীল কাইউম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, দেওয়ান মোহম্মদ আলী ও মো. আব্দুল্লাহ আল আমিন।