বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম নগরীর মধ্যম গোসাইলডাঙ্গা মহিলা শাখার সভানেত্রী মর্জিনা বেগমের স্বামী হাফিজুর রহমান গতকাল শনিবার দিনগত রাত ১টার সময় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্যান্সার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বাদ যোহর হানিফ সওদাগর জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। মরহুম হাফিজুর রহমান স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম হাফিজুর রহমানের ইন্তিকালে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম ও সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন- আল্লাহ রাব্বুল আলামীন মরহুম হাফিজুর রহমানের জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করুন এবং তাঁর ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে নেকিতে পরিণত করে দিন। তাঁর সকল নেক আমল আল্লাহ তা’য়ালা কবুল করে অফুরন্ত বারাকাহ দান করুন।

নেতৃবৃন্দ বলেন, এ সফরে আল্লাহ তা’আলা তাঁর প্রতি রহম করুন, রহমতের ফেরেশতাদেরকে দিয়ে তাঁকে সাহায্য করুন। বরযখের জিন্দেগি তাঁর জন্য প্রশান্তিময় ও জান্নাতের জিন্দেগি করুন। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।