নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনা পৌর এলাকার যানজট নিরসন করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল সােমবার নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুখময় সরকারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী অফিসার শাহ মো: কামরুল হুদা, পৌর সভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, বিআরটিএর পরিদর্শক মাঃ রুহুল আমিন, জেলা বিএনপির সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী এবং জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহাবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও গণমাধ্যম কর্মীসহ উপস্থিত ছিলেন।

সভায় শহর থেকে ব্যাটারি অবৈধ অটো রিকসা সরানোসহ দিনের বেলা পণ্যবাহি ট্রাক চলাচল বন্ধ রাখা এবং সড়ক দখল করে রাখা যানবাহন উচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হয়।