২০২৪ সালে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী খুলনা মহানগরীতে ৬টি মামলা দায়ের করা হয়। ১৪ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বর’ ২৪ পর্যন্ত এ মামলাগুলো রেকর্ড হয়। এ মামলাগুলোয় এজাহারভূক্ত আসামি ৪৩৭ জন। অজ্ঞাতনামা ৮৪৫ জন। এর মধ্যে ১৩১জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে এজাহারভূক্ত আসামি ৫৮ জন। এর মধ্যে একটি মামলা জুলাই বিপ্লবীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা হয়। কিন্তু এক বছরেও মামলাগুলোর তদন্ত শেষ হয়নি। তবে, মামলাগুলোর তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে বলে জানিয়েছেন কেএমপি’র এসি (মিডিয়া) খোন্দকার হোসেন আহম্মদ।

অপরদিকে, ছাত্র-জনতার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দায়েরকৃত ৯টি মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। যা আদালত ইতোমধ্যে গ্রহণ করেছেন। এ মামলাগুলো দায়ের করা হয় ২০২৪ সালের ১৮ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত। নগরীর খালিশপুর নিউজপ্রিন্টগেটস্থ খালিশপুর থানা বিএনপি অফিস ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীরা ভাংচুর করে। এ ঘটনায় ১৫৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। তার মধ্যে ১৮৪ জন এজহার নামীয়। মামলাটি তদন্ত করছেন এসআই আব্দুল হালিম। তিনি বলেন, এ মামলায় মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২৭ জন এজাহার নামীয়। তবে মামলার তদন্ত কতদূর অগ্রগতি সে ব্যাপারে তিনি কোন মন্তব্য করতে নারাজ।

২০২৪ সালের ৪ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে বিএল কলেজ গেটে অবস্থিত দৌলতপুর থানা বিএনপির কার্যালয়টি ভাংচুর করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় নিহত যুবদল নেতা মাহবুব মোল্লা বাদী হয়ে ২১ আগস্ট দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আড়াইশ’ জনকে আসামী করা হয়। তার মধ্যে ৫২ জন এজহার নামীয় আর বাকী ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা। মামলাটি প্রথম তদন্তের দায়িত্ব পান এস আই সাজ্জাদুল আজিম। তিনি বদলী হয়ে গেছেন। কিš‘ তদন্ত শেষ করতে পারেননি। নতুন করে তদন্তকারী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন এসআই আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, এ যাবৎ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে ৮ জন এজহার নামীয় আসামী। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে। কবে নাগাদ তদন্ত শেষ হবে তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।

বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুলের গোয়ালখালি কবরস্থান মোড়স্থ বাড়ি, গাড়ি ও আসবাবপত্র ভাংচুর করে আওয়ামী সন্ত্রাসীরা। ৪ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে এ বাড়িতে তান্ডব চালায়। এ ঘটনায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বাদী হয়ে ১৪ আগস্ট খালিশপুর থাানয় মামলা দায়ের করেন। মামলায় ২০০/৩০০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করছেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই শেখ রায়হানুল ইসলাম। তিনি বলেন, এ যাবৎ মোট ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে ১৪ জনকে শ্যোন এ্যারেস্ট দেখানো হয়। বাকী আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে। তবে কবে নাগাদ তদন্ত শেষ করতে পারবেন তার কোন আশারবাণী তিনি শুনাতে পারেননি।