রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ ১০ কেজিরও বেশি গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ১৩ হাজার টাকাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানান, মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাইহাট এলাকায় মাদক প্রতিরোধ কমিটি ও সচেতন ছাত্র-জনতার সহায়তায় ১০ কেজি ২০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ১৩ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী নিরোধ নারায়ন ওরফে সাদ্দাম (৩৬)কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ বুধবার(১৯নভেম্বর) সাদ্দামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। পরে পুলিশ গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে বলে থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম লিংকন জানিয়েছেন। তিনি আরও বলেন- আসামী সাদ্দামের বিরুদ্ধে রংপুর কোতোয়ালী থানার একটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।