গাজীপুরের কালীগঞ্জে রেলসেতুর নিচ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা-টঙ্গী-ভৈরব রেলরুটের দেওপাড়া এলাকার (ফেরিঘাট) ঘোড়াশাল রেলসেতুর নিচে বালুর ওপর পড়ে থাকা লাশটি উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানা পুলিশের প্রাথমিক ধারণা, রাতে কোনো সময় ট্রেনের ধাক্কায় সেতু থেকে নিচে পড়ে গিয়ে যুবকটি মারা গেছেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, লাশটি উদ্ধারের পর তা নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
লাশটি এক যুবকের, বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর। তার পরনে ছিল পেস্ট রঙের ফুলহাতা জার্সি ও নীল রঙের ট্রাউজার।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, অজ্ঞাত যুবকের লাশ বর্তমানে নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায় ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।