মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে মায়ের কুলখানির দিনের অনুষ্ঠানে ছেলে হাবিবুর রহমান হবি (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) উপজলোর বাঁশতলৈ ইউনয়িনরে অভিরামপুর গ্রামে এমন হৃদয়বিদায়কের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মৃত মোকছেদ আলীর স্ত্রী ববিজান (৯৫) র্দীঘদিন ধরে র্বাধক্যজনিত রোগে ভুগছিলেন। ১০ নভম্বের তিনি মারা যান।

হবি তার পরিবারে সদস্যদের নিয়ে আলোচনা করে মায়ের কুলখানির আয়োজন করেন রোববার ১৬ নভেম্বর। কিন্ত শনিবার বিকেলে স্ট্রোক করেন হবি।পরে পরিবারের লোকজন তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৪টার দিকে হবি মারা যান। এক সপ্তাহরে ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

রোববার দুপুর ২টার সময় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে হবিকে দাফন করা হয়।