খুলনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হয়েছে পৃথক পৃথক দুই ভেন্যুতে। খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে শিববাড়ি মোড় জিয়া হল চত্বরে স্থাপিত বিশাল মঞ্চে অনুষ্ঠিত হয়েছে সমাবেশ। যেখানে দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধান অতিথি ছিলেন। শেখ মুজিব মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে; সম্পৃক্ত না থেকে স্বাধীনতার পর ১০ জানুয়ারি ক্ষমতা দখল করেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, শহীদ জিয়া এমন ব্যক্তি যিনি ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। স্ত্রী-সন্তান পরিবার রেখে সরাসরি মুক্তিযুদ্ধে ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু স্বাধীনতা ঘোষণার দেওয়ার কথাতো ছিলো শেখ মুজিবের। তিনি কারাগারের নামে সেদিন তিনি পাকিস্তানে ছিলেন। তিনি আরো বলেন, ‘এই দলকে (বিএনপি) শেখ হাসিনা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, হয়রানি করেছে; প্রায় ১০ হাজার মানুষ হত্যা করেছে। যে মুজিব যেমন ৭২-৭৫ সালে ৪০ হাজার-৫০ হাজার মানুষকে হত্যা করেছিল। দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল। বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করেছিল। আর শহীদ জিয়া ৭ নভেম্বরে সিপাহী-জনতার লড়াইয়ের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় এসেছিলেন। তিনি এদেশকে বিশ্বে আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
খুলনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খুলনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হয়েছে পৃথক পৃথক দুই ভেন্যুতে।