ফ্যাসিস্ট আওয়ামিলীগ নিষিদ্ধের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় সামনে আন্দোলনকারীদের সাথে একাত্মতা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী।

বিকাল ৩টায় নগরীর পূবালী চত্তর থেকে কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমীর মু. মোছলেহ উদ্দিন ও নগর জামায়াতের সেক্রেটারী মু মাহবুবর রহমান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিছিল নিয়ে আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচিতে যোগ দেন।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী যথাক্রমে মু.,কামারুজ্জামান সোহেল,কাউন্সিলর মোশারফ হোসাইন,মহানগর যুব ও ক্রিয়া বিভাগের সভাপতি কাজী নজির আহম্মেদ, সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া।কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ হাসান,সেক্রেটারী নাজমুল হাসান। এবি পাটি কুমিল্লা মহানগরী সভাপতি গোলাম সামদানি,বৈষম্য ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরী সমন্বয়ক আবু রায়হান,সদস্য সচিব মোহাম্মদ রাসেদসহ আরো অনেকে।এছাড়া , ইসলামী বিভিন্ন দলসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা মিছিলসহ সমাবেশস্থলে আসছেন। সাধারণ ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নিয়েছে।

এসময় তারা ‘ব্যান আওয়ামী লীগ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা, মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে ন ‘, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগান দেন।