অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ফেরত আসার সময় দোয়ারাবাজার ও বিশ্বম্ভরপুর উপজেলার দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বিজিবি জানা যায়, গত ১৬ জুন দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাঁও বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২৪/৫Ñএস থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুরে বাংলাদেশী নাগরিক মো. আব্দুস সাত্তার (৩৪) কে আটক করে। সে দৌলতপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। এদিকে ১৭ জুন বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নে ডুলুরা বিওপির টহল দল নিয়মিত অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২১১/৫ এস থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাপনায় বাংলাদেশি নাগরিক মো. মিরাজুল ইসলাম (২৫) কে আটক করে। সে উত্তর কাপনা (গুচ্ছগ্রাম) গ্রামের মৃত আব্দুল মতি’র ছেলে। এদের দুইজনইকেই অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ফেরত আসার সময় আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা ভারতীয় নাগরিকের সাথে অবৈধ ব্যবসার টাকা লেনদেনের জন্য ভারতে গিয়েছিল। আটককৃত আসামিদেরকে দোয়ারাবাজার ও বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করা হয়েছে। সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে কার্য্যকরী ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।