লাইভ ভেরিফিকেশন
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের ঘাটাইলে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সমাজ সেবা অধিদপ্তরের উপজেলার ঘাটাইল সদর ইউনিয়নের উপকারভোগীদের লাইভ ভেরিফিকেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারে সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদ সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সদর ইউনিয়ন পরিষদ প্রশাসক তাপশী শীলের সভাপতিত্বে সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু সাঈদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা এএম শামসুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান সরকার প্রমুখ।
ধানের শীষে নৌকার উপস্থিতি
দাউদকান্দি (কুমিল্লা) : কুমিল্লার হোমনা উপজেলার ৪নং চান্দেরচর ইউনিয়ন বিএনপির সভায় শেখ পরিবারের ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হকের উপস্থিতি প্রকাশ্যে আসার পর স্থানীয় বিএনপি সমর্থকদের মধ্যে গভীর ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। সভা চলাকালীন মোবাইলে লাইভ প্রচারে বিষয়টি ধরা পড়ার পর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে প্রতিবাদ লক্ষ্যণীয়। আওয়ামীলীগের প্রভাবশালী নেতা বিএনপির সভায় সরাসরি উপস্থিত থাকায় দলের শৃঙ্খলা, আদর্শিক অবস্থান এবং ভোট রাজনীতির স্বচ্ছতা সবই প্রশ্নবিদ্ধ হয়েছে। এটি শুধু ব্যক্তিগত অসন্তোষ নয়, স্থানীয় সমর্থকদের মনোবল ও ভোটের আচরণেও প্রভাব ফেলবে।
রাজনৈতিক পেশাদারদের মতে, এমন ঘটনা দলের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর। উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন এই বিষয়ে স্পষ্ট করে বলেছেন, “আওয়ামী লীগের সঙ্গে কোনো একাত্মতা নেই। দলের বার্তা সুদৃঢ়, তবে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।” এই মন্তব্য দলীয় শৃঙ্খলা রক্ষার এক পক্ষের প্রচেষ্টা হলেও, রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে বিভ্রান্তি এবং সমালোচনার ঝড় বইছে। চান্দেরচর ইউনিয়নসহ হোমনা এলাকায় এ ঘটনা ভোটের রাজনীতি ও স্থানীয় নেতৃত্বের ভাবমূর্তিতে দীর্ঘকালীন প্রভাব ফেলতে পারে। সময়ের দাবি, দলীয় শৃঙ্খলা ও আদর্শিক অবস্থান রক্ষার পাশাপাশি সমর্থকদের আস্থা ও মনোবল পুনঃস্থাপন করা।