ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ক্যামেরা লাগানো ড্রোন উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ ও দক্ষিণ ত্রিপুরার সীমান্তের গ্রাম থেকে এই ক্যামেরা লাগানো ড্রোন উদ্ধার করা হয়।

গ্রামবাসীদের মতে, একজন কৃষক প্রথমে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে বিলোনিয়া মহকুমার বল্লমুখায় একটি ধানক্ষেতে ড্রোনটি দেখতে পান। সীমান্তের কাঁটাতারের বেড়া থেকে মাত্র ৩০০ মিটার দূরে তা পড়ে থাকতে দেখে তিনি খবর দেন স্থানীয় পুলিশকে। এলাকার বাসিন্দারা গত কয়েকদিন ধরেই ওই ড্রোনটি দেখছিলেন বলা জানিয়েছেন। সীমান্ত এলাকার আকাশে উড়ছিল সেটি।

তাদের ধারণা, সীমান্ত এলাকায় নজরদারি চালানোর জন্য তা ব্যবহার করা হচ্ছিল। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ক্যামেরা লাগানো ড্রোনটি উদ্ধার করে।

একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, তথ্য পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি জব্দ করি। বর্তমানে ড্রোনটি বেলোনিয়া থানায় হেফাজতে রয়েছে। আমরা ড্রোনটির ফরেনসিক পরীক্ষা শুরু করার পরিকল্পনা করছি যাতে এর শেষ উড্ডয়নের পথ সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায়। এখনও পর্যন্ত আমরা এর উৎপত্তিস্থল নিশ্চিত করতে পারিনি।

ভারত-বাংলাদেশ ৪,০৯৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ৮৫৬ কিলোমিটার ত্রিপুরায় অবস্থিত। ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্তের ৯৭ শতাংশেরও বেশি অংশ কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা।