নোয়াখালী প্রেসক্লাবে দৈনিক সংগ্রামের উদ্যোগে নবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎‎১৪ সেপ্টেম্বর (রোববার) সন্ধ্যায় প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক সংগ্রামের নোয়াখালী জেলা সংবাদদাতা ডা. বোরহান উদ্দিন। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের নোয়াখালী জেলা উপদেষ্টা শিক্ষাবিদ জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার বিএসসি। ‎‎প্রধান আলোচক ছিলেন সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মুনির। বিশেষ মেহমান হিসেবে আলোচনা করেন, আল ফারুক একাডেমীর সহকারী প্রধান শিক্ষক ‎মাওলানা নিজামুদ্দিন ফারুক, সহকারী শিক্ষক মোহনা ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা মোহাম্মদ ইউসুফ।

বক্তাগণ মহানবী হজরত মুহাম্মদ (স.) এর জীবনের নানাদিক তুলে ধরে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং গোটা বিশ্বে শান্তি, সম্প্রীতি, সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় মহানবীর জীবনাদর্শ অনুসরণ ও অনুকরণের প্রতি গুরুত্বারোপ করেন।

দৈনিক সংগ্রামের সদর উপজেলা সংবাদদাতা মাওলানা আবু তাহেরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক সফল বার্তা সম্পাদক ও বৈশাখী টিভির নোয়াখালী প্রতিনিধি লিয়াকত আলী খান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ কামরুল, দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার শামসুল হাসান মিরন, দৈনিক প্রথম আলো স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, দৈনিক স্বাধীন মত নোয়াখালী প্রতিনিধি জামাল হোসেন বিষাদ, দৈনিক নয়া দিগন্ত নোয়াখালী প্রতিনিধি হানিফ ভূঁইয়া, বাংলাদেশ বেতার নোয়াখালী প্রতিনিধি মাহাবুবুল হাসান রাসেল, দেশ টিভি নোয়াখালী প্রতিনিধি মাওলা সুজন, এশিয়ান টিভি নোয়াখালী প্রতিনিধি মানিক ভুঁইয়া, দৈনিক ভোরের আকাশ নোয়াখালী প্রতিনিধি এ আর আজাদ সোহেল, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, মাই টিভি নোয়াখালী প্রতিনিধি ইউনুস শিকদার, দৈনিক নয়া সকাল সম্পাদক জুয়েল রানা লিটন, দৈনিক খোলা কাগজ নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন সুমন, দৈনিক আজকের নোয়াখালী সম্পাদক ও এখন টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি নাসিম শুভ, দৈনিক এসময়ের নোয়াখালী সম্পাদক গোলাম কিবরিয়া রাহাত, দৈনিক কালবেলা নোয়াখালী প্রতিনিধি মোজাম্মেল হোসেন, দৈনিক জনকণ্ঠের নোয়াখালী প্রতিনিধি শাহাদাত বাবু, গ্লোবাল টিভি নোয়াখালী প্রতিনিধি রায়হান সরকার, দৈনিক আমার সংবাদ নোয়াখালী প্রতিনিধি আবুল কালাম আজাদ স্বাধীন।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।