মোংলা সংবাদদাতা : বাগেরহাটের মোংলায় কোস্টগার্ডের একটি বিশেষ অভিযানে যাত্রীবাহী বাস থেকে বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকালে রূপসা টোল প্লাজা সংলগ্ন এলাকায় কোস্টগার্ড স্টেশনের সদস্যরা তল্লাশি অভিযান পরিচালনা করে এসব কচ্ছপ উদ্ধার করেন।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি চলন্ত বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বিশেষভাবে লুকানো অবস্থায় রাখা বিরল প্রজাতির উল্লেখযোগ্য সংখ্যক কচ্ছপ উদ্ধার করা হয়, যেগুলো পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
অভিযানের সময় বাসচালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। উদ্ধার হওয়া ৬২টি কচ্ছপকে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত কচ্ছপগুলোর মধ্যে আন্তর্জাতিকভাবে সংরক্ষিত প্রজাতিও রয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগ নিশ্চিত করেছে। কোস্টগার্ড জানিয়েছে, অবৈধ বন্যপ্রাণী পাচার রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলের পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।