স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর মহানগরীর মেট্রো সদর থানা জামায়াতের উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদীর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বাদ মাগরিব মহানগরীর মেট্রো সদর থানা এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে শহীদের আত্মত্যাগ, আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেট্রো সদর থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মোঃ ছাদেকুজ্জামান খান এবং সঞ্চালনা করেন থানা জামায়াতের সেক্রেটারি মোঃ রবিউল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক জামাল উদ্দীন। তিনি তার বক্তব্যে বলেন, শহীদ শরীফ উসমান হাদী ছিলেন অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আপসহীন এক সাহসী কণ্ঠস্বর। তার শাহাদাত আমাদের ন্যায়, সত্য ও মানবিক সমাজ প্রতিষ্ঠার পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়। তিনি বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে পারে না, তাদের আদর্শ ধারণ করেই একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন। তিনি বলেন, শহীদ শরীফ উসমান হাদীর আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জোগাবে এবং সত্যের পথে অবিচল থাকার শিক্ষা দেবে।
এছাড়াও বক্তব্য রাখেন মেট্রো সদর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের, থানা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম নজীব, ২৬ নং ওয়ার্ড জামায়াতের আমির মোঃ খালিদ হোসেন, ২৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ সুমন শরীফ, ২৬ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোঃ ফয়সাল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা শহীদের আদর্শ অনুসরণ করে সাংগঠনিক ঐক্য, নৈতিকতা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শহীদ শরীফ উসমান হাদীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে মহানগর ও থানা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।