আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলাজুড়ে ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে মাদক ও ইয়াবার কারবার। মাদকের সহজলভ্যতার সুযোগে দিন দিন বাড়ছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। এতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় প্রতিদিনই চুরি হচ্ছে অটোরিকশা, মোটরসাইকেলসহ বাসাবাড়ির মূল্যবান মালামাল। চোরদের হাত থেকে রেহাই পাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠানও। মসজিদ ও মন্দিরে চুরির ঘটনা ঘটছে। এলাকাবাসীর দাবি, মাদকাসক্ত কিশোর ও যুবকরাই এসব অপরাধে জড়িয়ে পড়ছে। র্যাব ও সেনাবাহিনীর অভিযানে মাঝে মাঝে ইয়াবাসহ কিছু মাদক কারবারি আটক হচ্ছে, তবে পুলিশ প্রশাসনের নিয়মিত ও জোরালো অভিযান অনেকটাই ঝিমিয়ে পড়েছে। এর সুযোগে মাদক কারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠছে। এদিকে দ্রুত কার্যকর ও ধারাবাহিক অভিযান জোরদার না হলে আনোয়ারার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা।
এ বিষয়ে আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি আব্দুল নূর চৌধুরী বলেন, মাদক ও ইয়াবার কারণে কিশোর-যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। সামাজিক অবক্ষয়ের অন্যতম প্রধান কারণ এখন মাদক। পুলিশ প্রশাসনের উচিত প্রতিটি মহল্লায় মহল্লায় চিরুনি অভিযান পরিচালনা করা। আনোয়ারা সহকারী পুলিশ কমিশনার সোহানুর রহমান সোহাগ বলেন, পুলিশ মাদক ও ইয়াবার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সাংবাদিক সমাজসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।