সংগ্রাম ডেস্ক : গ্রীষ্মের শুরুতেই গতকাল বুধবার এর আগের দিন মঙ্গলবার নেত্রকোনা নংরসিন্দী, সুমানগঞ্জ, কালিগঞ্জ ও ময়মনসিংহ পৃথক বজ্রপাতের ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত ও অপর একজন আহত হয়েছে। স্থানীয় সংবাদদাতারা এ খবর নিশ্চিত করেছেন।
নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনার খালিয়াজুরীতে বজ্রপাতে ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার রসুলপুর গ্রামের সম্বর মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৩২), কৃষ্ণপুর গ্রামের রমযান আলীর ছেলে কবীর মিয়া (৪৫) ও হায়াতপুর গ্রামের রাখাল সরকার (৬৬)। এছাড়া এ ঘটনায় উপজেলার রসুলপুর গ্রামের রানু মিয়া (৪৫) নামের একজন গুরুতর আহত হয়েছেন। হতাহতরা সবাই পেশায় কৃষক। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার রসুলপুর, কৃষ্ণপুর ও হায়াতপুর গ্রামে এসব ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে হতাহতের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশে মেঘ দেখে বিকালে বাড়ির সামনে শুকাতে দেওয়া খড় জমা করছিলেন নিজাম উদ্দিন। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে নিজাম উদ্দিন নিহত হন। এ ঘটনায় পাশে থাকা রানু মিয়া গুরুতর আহত হন। পরে রানু মিয়াকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে একই উপজেলার ছায়ার হাওড়ে বজ্রপাতের ঘটনায় কবীর মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠানো হলে পথেই তিনি মারা যান। এছাড়া বিকালে উপজেলার হায়াতপুরে বজ্রপাতে মারা যান রাখাল সরকার নামে আরেক কৃষক নিহত হয়েছেন। তিনি বাড়ির সামনের হাওড় থেকে গরু আনার জন্য গিয়েছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নরসিংদী সংবাদদাতা জানান, নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা পৌনে দুইটার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের নূরপুর গ্রামের ফসলী মাঠে বৃষ্টির সময় এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম ইব্রাহিম মিয়া (৪৫)। তার পিতার নাম মৃত আব্দুল মোতালিব বলে জানা গেছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিলুর মাহমুদ জানান, বজ্রপাতে এক কৃষকের প্রাণহানির ঘটনা জানতে পেরেছি।
সুনামগঞ্জ সংবাদদাতা জানান : গরু আনতে গিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৪২) নামের এক কৃষকের মৃত্যু ঘটেছে। গত মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের পুটিয়া নদীর পাড়ে মর্মান্তিক এই ঘটনা ঘটে। ঘটনার পর ওই কৃষককে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাত ভাই ও ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, প্রায় তিন বছর আগে দুবাই থেকে স্থায়ীভাবে বাড়ি ফেরেন দেলোয়ার। তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। প্রবাস থেকে ফিরে দেলোয়ার কৃষিকেই নিজের পেশা হিসেবে বেছে নেন। মঙ্গলবার বিকালে বৃষ্টি ও দমকা হাওয়া বইলে তার বাড়ির পাশে পুটিয়া নদীর পাড়ে যান গরু আনতে। সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। পরে দেলোয়ারকে কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গাজীপুর সংবাদদাতা জানান : গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাতে শুক্কুর আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বরনগর গ্রামের মৃত রজব আলীর পুত্র।
গতকাল বুধবার দুপুরে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের টেক মানিকপুর উত্তরপাড়া এলাকায় কৃষি জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন শুক্কুর আলী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন।
জানা গেছে, নিহত শুক্কুর আলী মূলত পৌরসভার বড়গড় এলাকায় জন্মগ্রহণ করলেও তিনি দীর্ঘদিন ধরে তার স্ত্রী-সন্তানসহ তুমুলিয়া ইউনিয়নের টেক মানিকপুর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন। ঘটনার দিন দুপুরে তিনি বাড়ির পাশে নিজ উদ্যোগে চাষাবাদ করা জমিতে কাজ করছিলেন।
সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাকৃতিক দুর্যোগে এ ধরনের প্রাণহানিতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা পরিবারটিকে সহানুভূতির সঙ্গে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান : ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১০নং শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে হাসনা আক্তার (২১) নামে এক মহিলা গতকাল বুধবার বজ্রপাতে নিহত হয়। হাসনা আক্তার ওই গ্রামের মো. নুরুল হকের কন্যা। শেরপুর ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন ভূইয়া মিলটন বজ্রপাতে নিহতের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। জানাগেছে, হাসনা আক্তার নিজ বাড়ির আঙ্গিনায় কাজ করছিলেন। হঠাৎই দিনের আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে ওই স্থানে বজ্রপাত ঘটে। আর ওই বজ্রপাতে হাসনা আক্তার ঘটনাস্থলে নিহত হন। এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।