গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নে ধনদিয়া গ্রামের ফয়েজ উদ্দিনের স্ত্রী ফুলমতি (৪৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, ফুলমতির সঙ্গে তার স্বামী ফয়েজ উদ্দিনের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এলাকাবাসীর অভিযোগ, প্রায়ই তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকত এবং একাধিকবার মারামারির ঘটনাও ঘটে। এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা আলোচনা ছিল।