নীলফামারীর ডোমারে নববধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী নুরনবীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ৮ জুন ডোমার উপজেলার খাটুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে।

স্থানীয়রা জানায় নীলফামারী সদর উপজেলার চওড়া আঞ্জুমান পাড়া এলাকার আলাউদ্দীনের মেয়ে বৃষ্টি আক্তারের (২১) সাথে গত ৬ মে পারিবারিকভাবে বিয়ে হয় ডোমার উপজেলার খাটুরিয়া ডাঙ্গাপাড়ার ইউসুফ আলীর ছেলে নুরনবী ইসলামের (২৫)। বৃষ্টি শারীরিকভাবে উচ্চতায় একটু ছোট হওয়ায় এ নিয়ে বিয়ের পর থেকেই স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। নিহত বৃষ্টির বড় ভাই মাজিদুল ইসলাম বলেন, কয়েকদিন ধরেই আমার বোনের সঙ্গে তার স্বামীর ঝগড়া চলছিল। রবিবার সকালে আমার বোন আত্মহত্যা করেছে বলে সংবাদ দেয়া হয়। আমরা গিয়ে দেখি তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে গলা টিপে হত্যা করে আত্মহত্যা করেছে বলে প্রচার করা হচ্ছে।

ডোমার থানার উপ-পরিদর্শক আঙ্গুর মিয়া জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে স্বামী নুরনবীকে আটক করা হয়েছে।