গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের জামকান্দি এলাকায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো: জয়নাল আবেদীন। গত শুক্রবার দিনভর গণসংযোগকালে তিনি বলেন বৈষম্য ও অন্যায়, অপরাধের বিরুদ্ধে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিলো। জুলাই বিপ্লবের চেতনাকে ধরে রাখতে হবে। যারা এখনো জুলাই বিপ্লব পূর্ববর্তী ফ্যাসিস্টদের মতো আচরণ করবে জনগণ তাদের প্রত্যাখান করবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা মজলিসে শূরা সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আমীর মাস্টার আবুল হোসেন, জামায়াতনেতা মোশাররফ হোসেন প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
গোয়াইনঘাটের রুস্তমপুরে জামায়াত নেতা জয়নাল আবেদীনের গণসংযোগ
গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের জামকান্দি এলাকায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন
Printed Edition
