বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ফেনীতে গণসংযোগ পক্ষ চলছে। ১১ এপ্রিল থেকে শুরু হওয়া এ কর্মসূচি আজ শুক্রবার পর্যন্ত চলবে এ কার্যক্রম। এ লক্ষ্যে প্রতিদিন ফেনী পৌরসভার পাড়া-মহল্লায় গণসংযোগ পক্ষ উপলক্ষে প্রচারাভিযান চালাচ্ছেন জামায়াতে ইসলামীর জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান। গত বুধবার বিকালে পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিরিঞ্চি ও পানির ট্রাংকি এলাকা, ৬ নং ওয়ার্ডের হাসপাতাল মোড়, ফলেশ্বর, সিও অফিস এলাকায় ব্যবসায়ীসহ জনসাধারণের মাঝে দাওয়াতী কাজ করেন তিনি। এসময় সঙ্গে থাকা নেতাকর্মীরা সমর্থক দাওয়াতি ফরম বিতরণ ও সদস্য সংগ্রহ কার্যক্রম চালাচ্ছেন। এর আগের দিন বিকালে পৌরসভার ১ নং ওয়ার্ডের ট্রাংক রোড়ের নবী হোটেল থেকে বাঁশপাড়া ও মডেল হাইস্কুল এলাকায় গণসংযোগ কার্যক্রম চালানো হয়। মুফতি আবদুল হান্নান জানান, ‘৫ আগস্ট পরবর্তী সময়ে জামায়াতে ইসলামীর কার্যক্রমে সন্তুষ্ট হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমর্থক ফরম পূরণ করছে। জামায়াতে ইসলামী জুলুম- শোষণের অবসান ঘটিয়ে দুর্নীতি-চাঁদাবাজমুক্ত সমাজ, মানুষের অধিকার প্রতিষ্ঠা তথা মানুষের কল্যাণে কাজ করে। কোরআন-সুন্ন্াহর আলোকে সমৃদ্ধ দেশ গঠনে ব্যাপক ভূমিকা রাখছে। সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় আগামীদিনে জামায়াতে ইসলামীর পাশে সমর্থন প্রত্যাশা করেন তিনি।’ মুফতি আবদুল হান্নান আরো বলেন, ফেনীর সর্বস্তরের মানুষের কাছে ইকামাতে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে জেলার গ্রামাঞ্চলে প্রত্যন্ত এলাকায় জামায়াতের নেতাকর্মীরা গণসংযোগ পক্ষ অব্যাহত রেখেছেন। প্রেসবিজ্ঞপ্তি