১৬ ডিসেম্বর দিনের প্রথম প্রহরে ১২ টা ০১ মিনিটে বন্দরের জল সীমানায় অবস্থিত সকল জাহাজ ও জলযান সমূহ কর্তৃক এক নাগাড়ে ০১ মিনিট হুইসেল বাজানো র মাধ্যমে দিবসের সূচনা হয়।

সকাল ৬.৩০ সূর্যোদয়ের সাথে চট্টগ্রাম বন্দর র্কৃপক্ষের সকল দপ্তর, ভবন, আবাসিক ভবন, চ্যানেলে অবস্থিত জলযান সমূহে, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব/ সংসদ সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮.৩০ ঘটিকায় চেয়ারম্যান, চবক রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি, চবক রিপাবলিক ক্লাবস্থ স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন এবং পুস্পস্তবক অর্পণ করেন। এসময় চবক এর সকল সদস্য, সকল বিভাগীয় প্রধান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বন্দর থানা কমান্ডের নেতৃবৃন্দ, বন্দরের সর্বস্থরের কর্মকর্তা/কর্মচারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ছাত্রছাত্রীসহ তাদের স্ব স্ব প্রতিষ্ঠান/সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষ্যে চবক এর আওতাধীন সকল মসজিদ, এবাদতখানা, মন্দির ও বৌদ্ধ বিহারে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয় এবং বন্দর হাসপাতালে অভ্যন্তরীণ রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৫ ও ১৬ ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত আলোকসজ্জা এবং ব্যানার, ফেস্টুন ও পতাকা দ্বারা বন্দর ভবন ও সন্নিহিত এলাকা সজ্জ্বিত করা হয়। বন্দরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস সম্পর্কিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রেসবিজ্ঞপ্তি।