নারায়নগঞ্জ সংবাদদাতা: ঢাকা-নারায়ণগঞ্জ লিংরোডের শহীদ রিয়া গোপ (সাবেক নাম খান সাহেব ওসমান আলী) আর্ন্তজাতিক স্টেডিয়ামের সামনে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় ট্রাকস্ট্যান্ড নির্মাণের প্রতিবাদে মানববন্ধ ও লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ী, কারখানার শ্রমিক ও এলাকাবাসি। রোববার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। এসময় সড়কে দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধাঘন্ট সড়ক অবরোধের কারণে দুই পাশ যানজট সৃষ্টি হয়।
অবরোধকারীদের দাবী এখানে ট্রাকস্ট্যান্ড নির্মাণ করা হলে এলাকার পরিবশে নষ্ট হবে। মাদক, চাঁদাবাজির আখড়ায় পরিণিত হবে। আশেপাশে বিভিন্ন শিল্পকলখানায় আসা যাওয়া পথে নারী শ্রমিকরা নানা ধরনের হয়রানির শিকার হবে। ব্যবসায়ীরা বলেন, একটি আর্ন্তজাতিক স্টেডিয়ামের সামনে এ ধরনের ট্রাকস্ট্যান্ড নির্মাণ খুবই খারপ দৃষ্টান্ত স্থাপন করবে। বাংলাদেশ সম্পর্কে বহিঃবিশে^র কাছে ভাবমূর্তি নষ্ট হবে। তাই অবিলম্ব এই জায়গায় ট্রাক স্ট্যান্ড নির্মাণ কাজ বন্ধ করে পরিবেশ বান্ধন বনায়নসহ অন্য কিছু করার জন্য সরকারের কাছে দাবি জানান।
আবিসিক এলাকায় ট্রাক স্ট্যান্ড হলে নানা ধরনের অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে। কারণে দেশের যেখানে এসব স্ট্যান্ড গড়ে উঠেছে সেখানে আধিপত্য বিস্তারসহ নানা মাদক চাদাঁবাজিসহ অপরাধ প্রবনতা বৃদ্ধি পায়। তাই এখানে ট্রাক স্ট্যান্ড না করার জন্য সরকারের কাছে জানান। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহন শেষে জেলা প্রশাসক মো: জাহিদুল ইসলাম মিঞা বলেন, আর্ন্তজাতিক স্টেডিয়ামের সামনে ট্রাক স্ট্যান্ড নির্মাণের বিষয়ে একটি আপত্তি এসেছে। বিষয়টি নিয়ে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। ট্রাক স্ট্যান্ড না করে প্রাইভেটকার স্ট্যান্ড হবে।