জুলাই অভ্যুত্থানের সময় থানা ও বিভিন্নস্থান থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র ও গোলাবারুদের তথ্য দিলে পুরস্কারের যে ঘোষণা দেয়া হয়েছিল, জাতীয় নির্বাচনের আগে তা স্মরণ করিয়ে দিয়েছে পুলিশ সদর দফতর। পুরস্কার ঘোষণার প্রায় আড়াই মাস পরেও লুট হওয়া অস্ত্রের তথ্য দিয়ে কেউ পুরস্কার পেয়েছেন, পুলিশের কাছ থেকে এমন তথ্য আসেনি। এরই মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন লাগার পর জানা গেছে সেখানকার ভোল্ট ভেঙে অস্ত্র লুট হয়েছে। এ অবস্থায় গতকাল বুধবার পুলিশ সদর দফতর এক বার্তায় পুরস্কার ঘোষণার বিষয়টি স্মরণ করিয়ে দেয়া হল।
বার্তা বলা হয়েছে, এলএমজির তথ্য দিলে পাঁচ লাখ টাকা পুরস্কার দেবেন সরকার। এসএমজির জন্য দেড় লাখ টাকা ও চায়না রাইফেলের ক্ষেত্রে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া পিস্তল ও শটগানের তথ্য দিলে ৫০ হাজার টাকা এবং প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার মিলবে সরকারের কাছ থেকে। তার আগে গেল ২৫ অগাস্ট আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী লুট হওয়া অস্ত্র উদ্ধারে এই পুরস্কার ঘোষণা করে বলেছিলন, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।