গজারিয়া সংবাদদাতা : মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত জহিরুল ইসলাম জয় (২৫) কে হত্যা মামলার অন্যতম আসামী মো. শিশির (৩০) কে আটক করেছে রর্‌্যাব। রবিবার (৪ জানুয়ারি) বিকাল তিনটায় হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী মো. শিশিরকে গ্রেপ্তার করেছে রর্‌্যাব-১১-এর অভিযানিক টিম।

আটক মো. শিশির গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম এর ছেলে।

উল্লেখ্য, গত বছরের (২৬ নভেম্বর ২৫) বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় কুপিয়ে ও গুলী করে নির্মমভাবে হত্যা করে জহিরুল ইসলাম জয়কে। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেপ্তার করা হলো এই হত্যাকা-ের সাথে জড়িত আসামী শিশিরকে।