গজারিয়া সংবাদদাতা : গজারিয়ায় অবৈধ বালুমহাল নিয়ন্ত্রণ, নদীতে চাঁদাবাজি এবং স্থানীয় বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্রধারী হিসেবে পরিচিত ‘স্যুটার মান্নান’।

এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫-৬ জন।

গত ২৮ জুলাই সকাল ৯টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা গ্রাম সংলগ্ন মেঘনার শাখা নদীতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মান্নান (৪৫) গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের জৈষ্ঠিতলা গ্রামের নূর মোহাম্মদের ছেলে। আহতরা হলেন: হৃদয় বাঘ (২৮), আতিকুর (৩০), হাসিব (৩৪), শ্যামল (৩০), নয়ন (২৫), হামীম (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ৭ জন সশস্ত্র যুবক একটি স্পিডবোটে করে বড় কালীপুরা নদীপাড়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর স্যুটার মান্নান, হৃদয় বাঘসহ ৭ জন একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে নদীতে নামলে ১৫-১৬ জন অস্ত্রধারী মুখোশ ও হেলমেট পরে আরেকটি ট্রলারে করে এসে তাদের ধাওয়া দেয়।

এরপর নদীতে চলে ভয়াবহ গুলি বিনিময়Íপ্রায় ২০-২৫ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। গুলিবিদ্ধ হয়ে মান্নানের মৃত্যু হয় এবং তার মরদেহ ট্রলারে পড়ে থাকে। আহতরা নদীতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। হামলাকারীরা ট্রলার ও স্পিডবোট নিয়ে দ্রুত চাঁদপুরের দিকে চলে যায়।

নিহত মান্নানের স্ত্রী সুমি বেগম বলেন, ুলালু আর জুয়েল নামের দুজন কিছুদিন ধরেই হুমকি দিচ্ছিল। তারা আমার স্বামীকে হত্যার জন্য ভাড়াটে অস্ত্রধারী নিয়োগ করেছিল। আমি নিশ্চিত ওরাই আমার স্বামীকে হত্যা করেছে।”