জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলেও এদেশের মানুষকে এখনো তার অধিকারের জন্য আন্দোলন করতে হচ্ছে, যুদ্ধ ঘোষণা করতে হচ্ছে। বারবার নানাভাবে হয়রানির মুখে পড়তে হয়েছে। এখনো মানুষ পূর্ণ স্বাধীনতা পায় নি। আজো মানুষ অসহায়। এখনো হাদির মতো অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই জীবন হারাতে হচ্ছে। অথচ ২৪ এর গণ-অভ্যুত্থানের পর তা হওয়ার কথা ছিল না। আমরা স্বাধীন দেশ চেয়েছিলাম, স্বাধীনভাবে নিজেদের কথা বলতে চেয়েছিলাম। আগামীতেও আমাদেরকে বড় পরীক্ষা দিতে হবে। নির্বাচনের এই পরীক্ষায় উত্তীর্ণ না হলে আমরা আবারো বিড়ম্বনায় পড়বো। এজন্য আমাদেরকে আগামীতে যোগ্য শাসককে নির্বাচিত করতে হবে। যোগ্য শাসক জনগণের অবস্থা বুঝে কাজ করবেন, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবেন।

সোমবার রাতে সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গইলাপাড়া (আশা ব্যাংক সংল্গ্ন) এলাকায় শাহপরান (র.) পূর্ব থানা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

থানা জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আতিকুর রহমানের সভাপতিতে ও নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, থানা আমীর শামীম আহমদ, সহকারী সেক্রেটারী শাহ মাহমুদুল হক, জামায়াত নেতা নাসির চৌধুরী, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার তাজুল ইসলাম, কাজী আরশ আলী, ইউনিট দায়িত্বশীল ফজলে রাব্বী, ৮নং ওয়ার্ড সভাপতি সেলিম উদ্দীন, বিশিষ্ট মুরব্বি কাওসার আহমদ, সরুফ মিয়া, মাওলানা সোলায়মান আহসান ও আব্দুন নুর প্রমুখ।