হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জের ভাড়ারিয়ায় ২৫০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি দিলেন আহমেদ অক্সফোর্ড ফাউন্ডেশন।

বুধবার (১৬ এপ্রিল) বেলা ১২ ঘটিকার সসময় ভাড়ারিয়া আইডিয়াল মাদরাসা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে। এডভোকেট জামাল উদ্দিন এর সঞ্চালনায় হাফেজ মাওলানা আব্দুল হাই এর কুরআন থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সংগঠনের সভাপতি ডা. মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহমেদ অক্সফোর্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যন এবং বলড়া মুন্নু আদর্শ উচ্চ বিদ্যানিকেতন এর আজীবন দাতা সদস্য (লন্ডন প্রবাসী) সালমান আহমেদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মুহাঃ সফিউদ্দিন মাস্টার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ড. আবুল কালাম আজাদ,সহযোগী অধ্যাপক গণিত বিভাগ ঢাকা কলেজ,

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোয়াজ্জিম হোসেন, সংগঠনের সহ-সভাপতি ডা.মোস্তাফিজুর রহমান,নাসরিন আক্তার, সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান, ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান মোসারফ হোসেন প্রমুখ। অক্সফোর্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যন সালমান আহমেদ বলেন,

হরিরামপুর উপজেলা এবং মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল, হাটিপাড়া, ভাড়ারিয়াসহ মোট ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে এবৃত্তির আয়োজন করা হয়। আগামীতে শিক্ষা প্রতিষ্ঠান ও বৃত্তির সংক্ষা বাড়াবেন বলে জানান তিনি। তার এমন মহৎউদ্যোগকে সাদুবাদ জানান শিক্ষা অফিসার মোঃ মোয়াজ্জিম হোসেন অতিথিবৃন্দ।