৩০ সেপ্টম্বর, পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক, নোয়াখালী মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, কামরুল হাসান, অফিসার ইনচার্জ, সুধারাম মডেল থানা নোয়খালী এর সার্বিক তত্ত্বাবধানে সম্প্রতি সোনাপুর পুলিশ ফাড়িঁ, নোয়াখালীর এসআই(নি.) কাওসারুজ্জামান পিপিএম এর নেতৃত্বে, এটিএসআই ফয়সাল করিম, এএসআই (নি:) আলী আজম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সুধারাম থানাধীন ০৮ নং এওজবালিয়া ইউপির ০৭ নং ওয়ার্ডস্থ চর করমুল্লা সাকীনস্থ চার রাস্তার মোড় জামাল ট্রেডার্স নামক মুদি দোকানের সামনে সিএনজি গাড়ীতে তল্লাশীকালে সিএনজির যাত্রী ১। ছালেহ উদ্দিন (৩৬), পিতা-আবলি হোসেন, মাতা-ছালেহা বেগম,সাং-চরকরমুল্লা (নুরু পাটওয়ারী বাড়ী) এবং ২। মোঃ মামুন (৩২).পিতা-মোঃ হানিফ, মাতা-কতবানু, সাং-চরকরমুল্যা (তরকারী বেপারী বাড়ী), ০৮নং ওয়ার্ড, ০৮নং এওজবালিয়া ইউপি, উভয়থানা-সুধারাম, উভয়জেলা- নোয়াখালীদ্বয় এর হেফাজত ও দখলে থাকা ০২ (দুই)টি কালো রংয়ের পলিথিনের প্যাকেটে মোড়ানো অবস্থায় ০২ (দুই) কেজি ও ০৩ (তিন) কেজি পৃথক পলিথিনের ব্যাগে মোট ০৫ (পাঁচ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক আসামীদ্বয়কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা’সহ ওয়ারেন্টভুক্ত এবং নিয়মিত মামলার পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা অব্যাহত আছে।