বিশ্বনবী মুহাম্মদ (সা.)-এর জীবনে সংগঠিত ইসরা ও মিরাজ বিশ্ব ইতিহাসে এক অতুলনীয় ও অসাধারণ এবং বিস্ময়কর ঘটনা। এমন ঘটনা পৃথিবীতে অন্য কোন মহামানবের জীবনে সংঘটিত হয়নি। এটি যে কুদরতে এলাহী, তা বলার অপেক্ষা রাখেনা। অলৌকিক এই ঘটনার মাধ্যমে আল্লাহ তা'আলা তাঁর প্রিয় বান্দা হযরত মুহাম্মদ (সা.) কে কুদরতের কিছু নিদর্শনাবলী পরিদর্শন করিয়েছেন। বিশ্ব নবীর বক্ষবিতীর্ণ, জমিন ও ঊর্ধ্বজগতের ভ্রমণে জান্নাত-জাহান্নাম ও দিদারে এলাহীর অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে তাওহীদ, রিসালাত ও আখেরাতের উপর দৃঢ়বিশ্বাস ও আইনুল ইয়াকিন প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে বিশ্ব নেতৃত্বের এক পরিবর্তন সূচিত হলো। গত বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে কুরআন মজলিস বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘বিশ্ব নবীর মিরাজ : তাৎপর্য ও শিক্ষা’ শীর্ষক সেমিনারে কোরআন মজলিস বাংলাদেশের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ এমদাদ উল্লাহ এ কথা বলেন।