বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে মাদরাসার প্রভাষক পদে নিয়োগে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এতে আগের মতো প্রিলিমিনারি থাকছে না, শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। গতকাল বুধবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে পরীক্ষা পদ্ধতি নিয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সভায় উপস্থিত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী মাদরাসায় প্রভাষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা ২০০ নম্বরের ভিত্তিতে হবে। এর মধ্যে ১৪০ নম্বর বিষয়ভিত্তিক। বাকি ৬০ নম্বরের মধ্যে বাংলা ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ১৫ এবং গণিত ও বিজ্ঞান ১৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।