লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো: মিয়াজী উদ্দিন শেখ বুধবার ভোর ৪টা ৫ মিনিটে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহ রাজিউন)। তিনি দীর্ঘ ৪ বছর যাবত ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি এক ছেলে এক মেয়ে নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।

মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করছেন জেলা জামায়াতের আমীর আ.জ.ম. রুহুল কুদ্দুস, মুন্সীগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক এবিএম ফজলুল করিম, মুন্সীগঞ্জ জেলা জামায়াতের সেক্রটারী মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াত প্রার্থী কেএম ফখরুদ্দীন রাজী ও লৌহজং উপজেলা শাখার জামায়াতে ইসলামীর আমীর মো: জামাল উদ্দিন আহম্মেদ, সেক্রটারী মো:আমিনুল ইসলাম, পদ্মা উত্তর থানা আমীর মুফতী আনোয়ার হোসাইন সহ জামাত শিবিরের নেতৃবৃন্দ। এছাড়াও শোক প্রকাশ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তার জানাযা শেষে তার গ্রামের বাড়ী লৌহজং উপজেলার ধারার হাট এলাকায় দাফন করা হয়েছে।

মিয়াজী উদ্দিন শেখ ৪ বছর পূর্বে ২০২১ সালে জামায়াতের লৌহজং উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।