বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা: গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক বিরামপুর ঢাকা মোড়ে রাস্তা দেবে খানাখন্দক একাধিকবার সংস্করণ করা হলেও কাঙ্খিত ফলাফল না হওয়ায় জনসাধারণের মনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বড় বাজেটের আঞ্চলিক মহাসড়কটি বিরামপুর পৌর শহরের মধ্যে ঢাকা মোড়ে নির্মাণের এক বছর পর হতেই দেবে যাওয়া শুরু করে। প্রতিবছর রাস্তা দেবে গিয়ে ছোট বড় ঢেউ আকারে ও গর্তে পরিণত হয় । ফলে যেকোনো ধরনের যানবাহন গুলি সোজা না চলে ডানে-বাঁয়ে হেলে দুলে চলাচল করে। বর্ষার সময় গর্তে এবং ঢেউ গুলিতে পানি জমা থাকায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠে এবং অনেক সময় দুর্ঘটনাও ঘটে । বিশেষ করে মোটরবাইক, চার্জার ,অটোরিকশা, উল্টে পড়ে যাত্রী আহত হওয়ার ঘটনাও ঘটেছে। ঢাকা মোড়ে উক্ত স্থানে ড্রাইভারকে সতর্কতার সাথে গাড়ির স্টিয়ারিং চেপে ধরে গাড়ি চালাতে হয়।
সূত্রে জানা যায়, রাস্তাটি তৈরির সময় দুই স্তরের বিটুমিন প্রয়োগ ঠিক পরিমাণ মতো না হওয়ায় কোথাও কম কোথাও বেশি হয়েছে। ফলে বিটুমিন নরম হয়ে ছোট বড় লেন বা ঢেউ আকারে গর্তে পরিণত হয়। প্রতি বছর ঢেউ খেলানো রাস্তায় ছোট বড় খানাখন্দকে পরিণত হওয়ায় সড়ক জনপদ থেকে সংস্কার করা হলেও সংস্কার দীর্ঘস্থায়ী হয় না।
এ বিষয়ে সড়ক জনপদ প্রকৌশলী আসাদুজ্জামানের সাথে কথা বললে তিনি জানান, এ বিষয়ে মিনিস্ট্রি থেকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তবে ঢাকা মোড়ে রাস্তা দু’পাশে প্রায় ১ থেকে ২০০ মিটার অবৈধ দখলে আছে। রাস্তার ডিমার্কেশন করতে হবে এর জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ডিমারকেশনের পরবর্তী সময়ে উচ্ছেদ অভিযানের পর রাস্তা রিজেক্ট করে ৮ সিসি রাস্তা হবে বলেও তিনি জানান।