নরসিংদীর শিবপুরে নিখোঁজের ৬ দিন পর সোহেল রানা (২৫) নামের এক অটোরিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দুপুরে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের ভুরবুড়িয়া গ্রামের চকেরবাড়ির একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সোহেল রানা নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের জগতপুর গ্রামের চেদু মিয়ার পুত্র। সে তার মা-বাবার সঙ্গে নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতো।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত ৬ মার্চ সন্ধ্যায় ইফতারের পর অটোরিকশা নিয়ে বের হয় সোহেল। রাতে বাড়ি না ফিরলেও পরদিন সকালে শিবপুরের ভুরবুড়িয়া এলাকার ব্রিজ মোড় এলাকায় অটোরিকশা পাওয়া যায়। গতকাল সকালে স্থানীয় লোকজন সোহেল রানার অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। দুপুরে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, নিখোঁজের ঘটনায় নিহতের পরিবার শিবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল। ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত।