সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ব্যাংকিং ক্যাম্পেয়িং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ডিজিটাল সেবা কার্যক্রম বিষয়ে এই ক্যাম্পেয়িংয়ের আয়োজন করা হয়।
সকালে ফিতা কেটে ব্যাংকিং বুথ ও ডিস্কাসন সেসনের উদ্বোধন করেন প্রধান অতিথি বাউস্টের ভিসি বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন পি এস সি। পরে ডিসকাশন সেসনে বক্তব্য রাখেন এবং শেষে বাউস্টের শহীদ ডা. জিকর“ল হক আবাসিক হল ভবন প্রাঙ্গনে একটি কাঠ বাদাম গাছ লাগিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করেন।
এসব কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সেনানিবাসের ই এম ই স্কুল এন্ড সেন্টারের কমান্ডেন্ট বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহ ওয়াসেস খান এস ইউ পি, বাউস্টের রেজিস্ট্রার চৌধুরী সাইফ উদ্দিন কাওসার পি বি জি এম, লেফটেন্যান্ট কর্ণেল ডা. মো. শামীম রেজা আর ই টি ডি, লেফটেন্যান্ট কর্ণেল সৈয়দ সাল্লাউদ্দিন নয়ন বি জি ও এম কনটোলার।
এছাড়াও অতিথি ছিলেন, পূবালী ব্যাংকের ডি জি এম ও ডিভিশন হেড (এ ডি সি ডিভিশন, ঢাকা) মো: রবিউল আলম, ডি জি এম ও রিজওনাল হেড (রংপুর) মোহাম্মদ আলতাফ হোসেন। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক সৈয়দপুর শাখার ব্যবস্থাপক আহশানুর রহমান শাহ। সঞ্চালনা করেন পূবালী ব্যাংকের হেড অফিসের প্রিন্সিপাল অফিসার রাইসুল ইসলাম।
ডিসকাশন সেসনে ব্যাংকের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সেবা কার্যক্রমের বিভিন্ন সুবিধা সমুহ তুলে ধরে বিশেষ অফারের ঘোষণা দেয়া হয়। এদিন যারা একাউন্ট খুলবে তাদেরকে ব্যাংকের ক্রেডিট কার্ড বিনামূল্যে সরবরাহ ও বিদেশে পড়ালেখার জন্য যেতে ইচ্ছুকদের ব্যাংক সলভেনসিং সনদ সহজে ও দ্রুততম সময়ে প্রদানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়া হয়।
এমন ঘোষণায় প্রধান অতিথিসহ উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা ব্যাংকের নতুন সেবা সুবিধার জন্য সংশ্লিষ্টদের প্রশংসা করেন এবং ব্যাংকের সাথে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। এতে ব্যাংকের পক্ষ থেকে শিক্ষার্থী ও বাউস্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা। ক্যাম্পিংয়ে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সংবাদকর্মীরা অংশ গ্রহণ করেন।