ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর সীমান্তের মাটিলা বিওপি এলাকায় বাগান থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ানশুটার গান ও কয়েক রাউন্ড গুলী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এই অভিযান পরিচালনা করে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন।

এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে বিজিবি।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,

মাটিলা বিওপির সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে সীমান্ত পিলার ৫১/৬-এস সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে জুলুলী গ্রামে একটি মোটরসাইকেল থামাতে চ্যালেঞ্জ করলে চালক লিটন মিয়া (২১)-যাকে স্থানীয়রা ‘পিচ্চি লিটন’ নামে চিনে—মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল, একটি ওয়ানশুটার গান এবং গুলী। পলাতক লিটন মিয়া মহেশপুর উপজেলার জীবননগর পাড়ার বাসিন্দা ওলিয়ার রহমানের ছেলে।

উদ্ধারকৃত অস্ত্র, গুলী ও মোটরসাইকেল মহেশপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান বলেন, বিজিবি এখনো অস্ত্র ও গুলী থানায় হস্তান্তর করেনি। হাতে পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।