ঢাকার দোহারের নয়াবাড়ী এলাকায় বালু ব্যবসা কে কেন্দ্র করে মিরাজ(৩৫) নামে এক যুবক কে হাত পা বেধে হত্যা চেষ্টার অভিয়োগ পাওয়া গেছে। রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে,আহত মিরাজ কুসুম হাঁটী ইউনিয়ানের শিলাকোঠা গ্রামের মতিয়ার রহমানের ছেলে। আহত মিরাজের ভাই তুষার জানায় গত কয়েক বছর ধরে তারা নয়াবাড়ী এলাকায় বালুর ব্যবসা করে আসছে।গত দুইমাস ধরে স্হানীয় গৌতম ও সিঁদু নামে দুই ব্যক্তি তাদের ব্যবসায়ীক জায়গা দখল করে নিয়ে ব্যবসা করতে চাংয়।এক পর্যায়ে বালু ফেলে দখল করে নেওয়ার চেষ্টা করে।এনিয়ে বাধা দিতে গেলে মিরাজ কে দেওয়ান বাড়ীর মোড়ে হাত পা বেধে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা চালায়।ঘটনার এক পর্যায়ে ফিরোজের চিৎকারে লোকজন ছুটে এলে গৌতম ও সিঁদুর পালিয়ে যায় উপস্থিত লোকজন মিরাজ কে হাত পা বাধা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দোহার সাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য ঢাকাত প্রেরন করেন। অভিযুক্ত গৌতম বলেন তারা এ ঘটনার সাথে জড়িত নন।তদন্ত সাপেক্ষে সুষঠু বিচার দাবী করেন। এ ব্যাপারে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন খবর পেতেই পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন এবং ঘটনায় অভিযুক্ত দের গ্রেফতারের চেষ্টা চলছে।
গ্রাম-গঞ্জ-শহর
দোহারে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ
ঢাকার দোহারের নয়াবাড়ী এলাকায় বালু ব্যবসা কে কেন্দ্র করে মিরাজ(৩৫) নামে এক যুবক কে হাত পা বেধে হত্যা চেষ্টার অভিয়োগ পাওয়া গেছে।
স্থান
দোহার