কুড়িগ্রাম সংবাদদাতা : জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে- নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, সন্ত্রাসী কার্যক্রম পরিকল্পনাকারী ও সহযোগী পতিত ফ্যাসিস্ট আওয়ামিলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে বিগত সময়ে কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী উলিপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সক্রিয় সদস্য আমিনুল ইসলাম বিটু (৫২), ফুলবাড়ী থানার নাওডাঙ্গা ইউনিয়নের আওয়ামী যুবলীগের ইউনিয়ন সভাপতি আতিকুর রহমান @নয়ন (৪৮), ফুলবাড়ী শিমুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক জোবেদ আলী (৫৮), রাজিবপুর উপজেলা আওয়ামিলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক নুরনবী উজ্জ্বল (৪৫), কচাকাটা থানাধীন বল্লভেরখাস ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম @মাসুদ (৩২) ও একই ইউনিয়নের আওয়ামীলীগের সক্রিয় সদস্য মিজানুর রহমান (৪২), ভূরুঙ্গামারী ৩ নং তিলাই ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা (৫২), চিলমারী উপজেলা সেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য মমিনুল ইসলাম (৪০), ভূরুঙ্গামারী উপজেলা যুবলীগের সদস্য ও ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম রিপন (৪৫) ও সোনাহাট ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইব্রাহিম (৪০), কুড়িগ্রাম সূর উপজেলা আওয়ামিলীগের সক্রিয় সদস্য নুর ইসলাম (৬০), কুড়িগ্রাম পৌর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ @ মিঠু (৫০), উলিপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সক্রিয় সদস্য আমিনুল ইসলাম (৫২), রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়ন আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম (৩৫), নাগেশ্বরী ০৭ নং নেওয়াশী ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য রায়হান ব্যাপারী (২৬), নাগেশ্বরী ৫ নং ওয়ার্ড ৯ নং ভিতরবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ন চন্দ্র সরকার (৩৫) সহ ১৫ জনকে বিভিন্ন মামলা মূলে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন কুড়িগ্রামে ৯ মে রাত ও দিনব্যাপী চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের মধ্যে ১৫ জন ফ্যাসিস্টকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন মামলায় গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা পুলিশ।