রাজশাহীর মোহনপুর উপজেলায় সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্যসহ ট্রাকের হেলপার আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫ টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর মডেল টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ২ দুজনকে গ্রেফতার করেছে মোহনপুর থানা পুলিশ। দুর্ঘটনায় দুটি গাড়িই সড়কের পাশে খাদে পানিতে পড়ে যায়। আহত সেনাসদস্যদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।