গাজীপুর সিটি কর্পোরেশন স্কুলের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা শুক্রবার (২৮ নভেম্বর) সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হয়েছে। গাজীপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এই পরীক্ষায় ৫টি শূন্যপদের বিপরীতে মোট ১২৬ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন— গাজীপুর সিটি কর্পোরেশন স্কুলকে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করাই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষক নিয়োগের প্রতিটি ধাপে আমরা শতভাগ স্বচ্ছতা, শৃঙ্খলা এবং মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করেছি। আজকের পরীক্ষা তারই প্রমাণ।

তিনি আরও জানান— লিখিত পরীক্ষার ফলাফল আজ রাতেই গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামীকাল শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় সিইও কার্যালয়ে অনুষ্ঠিত হবে, আর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে রবিবার।

পরীক্ষা পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন সচিব মোঃ আমিন আল পারভেজ, প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ সানিউল কাদের, আইন কর্মকর্তা রুবেল মাহমুদ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল (জোন-৪), নাজরাতুন নাঈম (জোন-৭), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ জানান— নতুন প্রতিষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন স্কুলের আনুষ্ঠানিক কার্যক্রম আগামী জানুয়ারি থেকেই শুরু হবে।

নগরবাসীর জন্য আধুনিক, মানসম্মত ও সুলভ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের এ উদ্যোগকে নাগরিকরা ইতিবাচকভাবে দেখছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, এই স্বচ্ছ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।