চৌগাছা (যশোর) সংবাদদাতা : ঈদের দীর্ঘ ছুটিতেও যশোরের চৌগাছায় পরিবার পরিকল্পনার অধীনে চলেছে মা ও শিশু স্বাস্থের উপর বিশেষ সেবা। পরিবার পরিকল্পনার বিভিন্ন সামগ্রী এবং কাউন্সিলিং সেবা পেয়েছে উপজেলার সেবা গ্রহীতা পরিবারগুলো।

জানা গেছে, চলতি বছর পবিত্র ঈদ-উল ফিতরে দীর্ঘ ছুটির কবলে পড়েছিল দেশের বিভিন্ন সরকারি, আর্থিক এবং সেবামূলক প্রতিষ্ঠান। দীর্ঘ ছুটির কারণে গ্রামাঞ্চলের মা ও শিশু স্বাস্থ্যের উপর এই ছুটির কোন প্রভাব না পড়ে সেজন্য পরিবার পরিকল্পনা বিভাগের মহাপরিচালক এবং বিভাগীয় পরিচালকের পক্ষ থেকে ছুটি কালীন সময়ে মা ও শিশুর স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনার আলোকে ঈদ-উল-ফিতরের দীর্ঘ ছুটিতে চৌগাছা উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের অধীনস্থ চৌগাছা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং নারায়ণপুর, সুখপুকুরিয়া, স্বরুপদাহ, হাকিমপুর, পাতিবিলা, জগদীশপুর, ফুলসারা, পাশাপোল, ধুলিয়ানী, সিংহঝুলী ও চৌগাছা সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদান করা হয়।