ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে বৈধ অস্ত্র জমা দেয়ার সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক প্রজ্ঞাপন জারি করে বলেছে, আগামী ৩১ জানুয়ারির মধ্যে থানায় বৈধ অস্ত্র জমা দিতে হবে। তবে নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত শিথিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ঘোষিত তফসিল অনুসরণে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীগণের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। তবে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫ অনুযায়ী নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তার সশস্ত্র রিটেইনারের ক্ষেত্রে বৈধ অস্ত্র প্রদর্শন নিষিদ্ধকরণ সংক্রান্ত নির্দেশনা প্রযোজ্য হবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই আদেশ লঙ্ঘন করলে দ্যা আর্মস অ্যাক্ট ১৮৭৮ এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতীক পাবেন। পরের দিন থেকে শুরু হবে ভোটের প্রচার।